× Warning! Check your Cooke | Total Visitor : 86842

রাজশাহী

Published :
16-12-2023
05:49:26pm

Total Reader: 113



রাজশাহী-৩ : নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এমপি আয়েন


রাজশাহী অফিস : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্রপ্রার্থী ও আসনটির বর্তমান এমপি আয়েন উদ্দিন আসন্ন দ্বাদশ সংসদীয় নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে তার সমর্থকদের নৌকার পক্ষে কাজ করার অনুরোধ জানিয়েছেন। শনিবার বিকেলে প্রতিদিনের বাংলাদেশের সাথে একান্ত সাক্ষাতকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। এদিকে আয়েনের এমন সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদের নির্বাচনী বৈতরণী পারী দেওয়া অনেকটাই সহজ হয়ে উঠলো বলে মনে করছেন স্থানীয়রা।

আসনটির দুই বারের এমপি আয়েন উদ্দিন বলেন, আজ ১৬ ডিসেম্বর ব্যবস্ততার কারণে প্রার্থীতা পত্যাহারের আবেদন পত্র জমা দেওয়া সম্ভব হয়নি। আবেদন পত্র লিখে রেখেছি, কাল (রবিবার) জমা দিয়ে দিব। আমার সকলকে বলে দিয়েছি নৌকার পক্ষে কাজ করতে।

আয়েন উদ্দিন বলেন, আমি নেতাকর্মীদের কান্না ও চাপের কারণে তাদেরকে শান্ত করতে ফরম তুলেছিলাম। আমি আজীবন নৌকার কর্মী হয়ে বাঁচতে চাই। নৌকার বিরুদ্ধে নির্বাচন করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। এই নির্বাচন করে আমি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াতে পারবো না। যদিও তিনি স্বতন্ত্রপ্রার্থী হতে মানা করেননি। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নৌকার সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।

তিনি বলেন, আমি রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলাম। জামায়ত-বিএনপি সহ তত্বাবধায়ক সরকারের আমলে আমি নির্যাতিত, মিথ্যা মামলার শিকার হয়েছি, জেলে গেছি। এর সবই সাবাই জানে। আমার এলাকায় আমার সমর্থক আছে। সেই আসনের বর্তমান সময়ের সকল নেতাকর্মী আমার হাত ধরে নৌকার হয়ে কাজ করছে। তারা যখন জানলো আমি দলীয় নমিনেশন পাইনি, তারা কান্নায় ভেঙে পরে। তাদের দিকে তাকিয়ে এবং সবাইকে শান্ত করতে আমি নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হয়ে আবেদন করি।

এমপি বলেন পবা-মোহনপুরের ১৭ টা ইউনিয়নের ১৫ টা ইউনিয়নের মেয়র-চেয়ারম্যান সবাই আমার পক্ষে। নমিনেশন না পেয়ে রাজশাহীতে যেদিন ফিরে আসলাম সেদিন এয়ারপোটে তাদের (কর্মী ও সমর্থকদের) কান্নাকাটি দেখে আমি নিজেকে ধরে রখতে পারিনি। তাদের দাবির প্রতি আমাকে সম্মান জানাতে হয়েছে। তবে আমার নৌকার প্রতীকের বিরুদ্ধে বা মাননীয় শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া সম্ভব না। ‘আমি আয়েন নৌকার বিদ্রোহী প্রার্থী’ আমার বিবেকের  কাছে  এটা মেনে নিতে পারছি না। একারণে আমি সবাইকে ডেকে নিয়ে বুঝিয়ে বলেছি। আমি প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সাক্ষত করেছি। তাদেরকে আমার অবস্থাটা বুঝিয়েছি এবং সকলকে বলেছি নৌকার হয়ে কাজ করতে।  

এদিকে আয়েনের এমন সিদ্ধান্তকে শুভকামনা জানিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ বলেন, এটা তার বক্তব্য। এখানে তার বা আমার বলে কোন শব্দ নাই। বিষয়টা আওয়ামী লীগ। তার সমর্থক যদি হয় সে কি আওয়ামী লীগের বাইরে? নৌকা যে পাবে তার দিকেই যাবে সবাই। তার পক্ষে যারা ছিল বলে দাবি করা হচ্ছে; তারা অনেক আগেই নৌকার পক্ষে নেমেছে। সুতরাং এইভাবে বলা সমুচিন না। বর্তমান এমপি সহ আমরা সবাই নৌকার পক্ষে।

জেলা রিটারনিং কর্মকর্তার যাচাই-বাছাই শেষে আসনটিতে আওয়ামী লীগের এই দুজন সহ মোট ৭ জন প্রার্থী বৈধতা পায়। এদের  মধ্যে জাতীয় পার্টির দুইজন, বিএনএফ, এনপিপি ও বিএনএম দলের প্রাথী থাকলেও এলাকাবাসীর দেওয়া তথ্যমেত, আনসটির হেভি ওয়েট প্রার্থী আওয়ামী লীগের এমপি আয়েন উদ্দিন ও মনোনয়ন প্রাপ্ত আসাদুজ্জামান আসাদ। বাকিরা এলাকায় অপরিচিত মুখ।#

এসংক্রান্ত আরো সংবাদ : রাজনীতি




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
newsdailyrajshahi@gmail.com
call@ 01750142903